নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অভিযান পরিচালনা করে দুই দালালকে অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম বলেন, পাসপোর্ট অফিস ও খানপুর হাসপাতালে অভিযান পরিচালনা করে দুই দালালের একজনকে ৫০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আরেক দালালকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে সিএনজি স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয় এবং পাসপোর্ট অফিস থেকে সাইনবোর্ড পর্যন্ত গ্রিন ও ক্লিন নারায়ণগঞ্জের আওতায় সকল ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই