আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতাররা হলেন- দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হক (৬৭), মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার গোয়াগাছিয়া এলাকার জলদস্যু রিপন বাহিনীর প্রধান রিপন (৪১), মোহাম্মদপুর থানা মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাওসিফ রেজা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ঘনিষ্ঠ সহযোগী মো. জুবায়ের আশরাফ আনান (৩৭) ও সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো.জুয়েল সরকার (৩৬)।
রবিবার (৪ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, রবিবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মো. নুরুল হককে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল। অন্যদিকে ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল রাত আনুমানিক আড়াইটার দিকে মতিঝিল এলাকায় থেকে রিপনকে গ্রেফতার করে।
তিনি বলেন, এর আগে শনিবার (৩ মে) ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে রাত ৯টার দিকে মো. তাওসিফ রেজাকে গ্রেফতার করে। অন্যদিকে বিকেল ৫টার দিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম রাজধানীর বংশাল থানাধীন আলু বাজার এলাকা থেকে মো.জুবায়ের আশরাফ আনানকে গ্রেফতার করে।
এছাড়া ডিবি-মিরপুর বিভাগের একটি দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই দিন রাত ১১টা ২৫ মিনিটে মো. জুয়েল সরকারকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন