বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রত্যাশী মো. রোকনউদ্দিন মিয়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার ৭১ চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জহের গোমস্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মো. সুজন বেপারী।
প্রধান অতিথির বক্তব্যে মো. রোকনউদ্দিন মিয়া বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করি।
সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হাফিজুল শরীফ, শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি আলহাজ্ব মো. বোরহানউদ্দিন খান, পৌর বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মেজবাহ গোমস্তা মাসুম, শিবচর পৌর জিয়া পরিষদের সভাপতি মো. লিটন গোমস্তা, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মো. লোকমান হোসেন ফকির ও মো. ফিরুজ মাদবর, পৌর বিএনপির সহ-সভাপতি মো. লোকমান গোমস্তা, সাংগঠনিক সম্পাদক মো. রফু গোমস্তা, কৃষক দলের সদস্য সচিব রাব্বি মুন্সী, যুবদল নেতা মো. নিরব গোমস্তা, ছাত্রদল নেতা নাঈম গোমস্তা, মতিউর রহমান (মাসুম), সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল মাদবর, ছাত্রনেতা আদর গোমস্তাসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল