চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরকানাই গ্রামে মো. নেজাম উদ্দীন (৩০) নামের এক যুবক নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নেজাম চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কর্মচারী ছিলেন। তার বাবার নাম জামাল উদ্দিন।
ধারণা করা হচ্ছে, স্ত্রী-সন্তান কারাগারে যাওয়ায় অপমানে আত্মহত্যা করতে পারেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নেজামের মায়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছে না। স্ত্রীকে তালাক দেওয়ার জন্য নেজামের ওপর তার বাবা-মা দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছেন। কিন্তু স্ত্রীকে তালাক দিতে অস্বীকৃতি জানান নেজাম। কয়েকদিন আগে এসব নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে নেজামের মা আহত হন। পরবর্তী সময়ে তিনি বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার ওই মামলায় নেজামের জামিন হলেও তার স্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। স্ত্রীর সঙ্গে তার আড়াই বছর বয়সী এক ছেলে সন্তানও কারাগারে আছে। ধারণা করা হচ্ছে, স্ত্রী-ছেলে কারাগারে থাকায় অপমানে আত্মহত্যা করেছেন নেজাম।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজাদ বলেন, স্ত্রী ও ছেলে কারাগারে থাকায় অপমানে নেজাম শুক্রবার রাতে আত্মহত্যা করেন। দরজা খোলা দেখে ঘরে ঢুকে তাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায়। পুলিশ লাশ উদ্ধার করেছে।
পটিয়া থানা জানায়, আমরা বিষয়টি অবগত। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম