চট্টগ্রামের চন্দনাইশে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মেহেরাব বিন কায়েস নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড তাজুল মুল্লুকের বাড়িতে এ ঘটনা ঘটে।
মেহেরাব বিন কায়েস চন্দনাইশ উপজেলায় বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ড পাঠানদন্ডী কানাইমাদারী আদর্শপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
শিশুটির মামা আকিব জানান, মেহেরাব বিন কায়েস তার মার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে সে নানার বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলাধুলা করার সময় পুকুরে পড়ে যায়। পরে তার মা এবং স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় স্বজনরা উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবযানী শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসপাতালে আনার আগে শিশুটি মারা যায়। সূত্র: বাসস
বিডি প্রতিদিন/নাজিম