চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়বের পাশে খাদে গিয়ে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এগার মাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সকালে চট্টগ্রাম নগরীর অক্সিজেন বাসস্টেশন থেকে যাত্রী নিয়ে ফটিকছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় ওই বাস। বাসটি এগারো মাইল অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
এদের মধ্যে সমারন্দন নাথ (৭০), নুর জাহান (৫৫), জাহানারা বেগম (৬০), রাকিব (১৬) ও অজ্ঞাতনামা এক যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ওসমান গনি (৫০), সাইমুন (২২), সাব্বির (১১), ইউছুপ (৪৮), নিলু বালা (৮০), রতন কুমার চৌধুরী (৫৮), প্রকাশ মল্লিক (৬৩), সাহেদসহ (২১) অজ্ঞাত আরো কয়েকজনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাকীদের পরিচয় জানা যায়নি।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুমা আকতার জানান, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে।
রাউজান হাইওয়ে ওসি আসাদুল্লাহ হাওলাদার আসাদ জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম