চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ মে) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সাব্বির (৩১) ও বোয়ালখালী পৌরসভা এলাকার ছাত্রলীগ নেতা বছিরুল হক শাহীন (২৩)।
বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শাকপুরা মিলিটারিপুল এলাকায় চেকপোস্টে একটি সিএনজিচালিত ট্যাক্সিকে থামিয়ে তল্লাশি করলে দুজনকে সন্দেহজনক মনে হয়। পরে তাদের মোবাইল ফোন চেক করলে গ্যালারিতে একটি একনলা বন্দুকের ছবি দেখা যায়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে পটিয়া পৌরসভার আলোছায়া আবাসিক ভবনের ৪র্থ তলার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ৩টি লেডবল গুলি, ৪টি পিস্তলের গুলি, একটি লোহার পাত, দুইটি চাকু উদ্ধার করা হয়। দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।