সিলেটে নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ নদী থেকে সমছু মিয়া (২৯) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
সমছু মিয়া জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের হর্ণি নয়াগ্রামের আবদুস শুক্কুরের ছেলে। স্বজনদের দাবি তিনি মৃগি রোগী ছিলেন।
জৈন্তাপুর থানার ওসি মো. উছমান গনি জানান, নদী থেকে সমছু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম