সুনামগঞ্জ পৌর কলেজের সাবেক অধ্যক্ষ আজহারুল ইসলামের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে৷আজ সোমবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, অধ্যাপক আজহারুল ইসলাম ছিলেন একজন আদর্শ মানুষ, আদর্শ শিক্ষক। সুনামগঞ্জে শিক্ষা বিস্তারে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁর অবদানের কথা মানুষ যুগ যুগ স্মরণ রাখবে।
কলেকের অধ্যক্ষ নোয়াজ উদ্দিনের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, শেরগুল আহমেদ, শাহ আবু নাসের, শুভংকর তালুকদার মান্না, রামানুজ রায় প্রমুখ।
উল্লেখ্য, অর্থনীতির অধ্যাপক আজহারুল ইসলাম সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। অবসরের পর নবনির্মিত সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ভিত্তির ওপর দাঁড় করান। গত শনিবার বিকালে সুনামগঞ্জ শহরের হাছননগরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিডি প্রতিদিন/জামশেদ