দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোন একাধিক হামলা চালিয়েছে। শনিবার এসব হামলা চালানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-মায়াদিনের প্রতিবেদনে বলা হয়, তালুসার আশপাশে একটি ড্রোন হামলা চালানো হয়, অপর একটি ড্রোন কাবরিখা শহরকে লক্ষ্য করে আঘাত হানে।
এছাড়া, মার্কাবার উপকণ্ঠে একটি ড্রোন একাধিক স্টান গ্রেনেড নিক্ষেপ করে। তবে এখনো পর্যন্ত এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পাশাপাশি ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে, যা পরবর্তীতে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৪,১১৫ জন নিহত এবং ১৬,৯০৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পাশাপাশি প্রায় ১৪ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েলকে সম্পূর্ণরূপে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার শর্তে একটি অস্ত্রবিরতি চুক্তি হয়। তবে ইসরায়েল এখন পর্যন্ত আংশিক সেনা প্রত্যাহার করেছে এবং পাঁচটি গুরুত্বপূর্ণ অবস্থান দখলে রেখেছে।
ইসরায়েল তাদের অবস্থান বজায় রাখার কারণ হিসেবে লেবাননের সেনাবাহিনীর নিরাপত্তা দায়িত্ব পালনে ব্যর্থতাকে দায়ী করেছে। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত লেবাননে ৩,০০০-এরও বেশি বার চুক্তি লঙ্ঘন করেছে বলে জানা গেছে। সূত্র: শাফাক নিউজ
বিডি প্রতিদিন/নাজিম