সিলেট-তামাবিল মহাসড়কের পাশ থেকে এক সেলুন ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে জৈন্তাপুরের ২নং লক্ষ্মীপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সালাউদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার নয়ামোড়া গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে। গত ৭ বছর ধরে তিনি জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার এলাকার মসজিদ মার্কেটে তিনি সেলুনের ব্যবসা করে আসছেন।
স্থানীয়রা জানান, রবিবার ভোরে মহাসড়কের পাশে সালাউদ্দিনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। সালাউদ্দিনের মুখমন্ডল থেঁতলে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সড়ক দুর্ঘটনা। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ