শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল শিক্ষার্থীর উদ্ভাবনী গবেষণায় তৈরি হয়েছে সোলার-চালিত সাশ্রয়ী ফিল্টার ‘হাইড্রোহোপ’, যা শুধু সূর্যের আলো ব্যবহার করে লবণাক্ত পানিকে মিঠা পানিতে রূপান্তর করে বিশুদ্ধ পানি প্রদান করতে সক্ষম। এটি তৈরি হয়েছে সবচেয়ে সহজলভ্য কিছু জিনিস দিয়ে। এখানে নেই কোনো বিদ্যুৎ ও রাসায়নিক দ্রব্যের প্রয়োজন।
উদ্ভাবনী এই প্রজেক্ট দলের সদস্যদের মধ্যে রয়েছেন রসায়ন বিভাগের হাবিবুর রহমান, ফারিহা সানজিদা, নৃবিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব ও আদিবা রাহমান।
দলের সদস্যরা জানান, ‘হাইড্রোহোপ’ বিশেষভাবে তৈরি করা হয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী পরিবার, স্কুল, ক্লিনিক এবং দুর্যোগপ্রবণ অঞ্চলের মানুষের জন্য, যাদের কাছে নিরাপদ পানির অভাব সবচেয়ে ভয়াবহ।
সম্প্রতি তাদের এই প্রজেক্ট শাবিপ্রবির ইনোভেশন হাব কোহোর্ট-এ প্রথম স্থান অর্জন করেছে এবং সর্বোচ্চ প্রি-সিড ফান্ড হিসেবে ৪৫ হাজার টাকা পেয়েছে। এই প্রোডাক্টের বিশেষত্ব হলো সাশ্রয়ী, সহজ, পরিবেশবান্ধব এবং সম্পূর্ণ অফ-গ্রিড।
দলের সদস্য নাজমুস সাকিব বলেন, ‘আমাদের দল আন্তরিকভাবে কাজ করছে যাতে হাইড্রোহোপ ফিল্টার দ্রুত বাজারে আনা যায় এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন বদলে দিতে পারে।
তবে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হলো পর্যাপ্ত অর্থায়ন। আমাদের বিশ্বাস, সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা এগিয়ে এলে এই জীবন পরিবর্তনকারী পণ্যটি খুব শীঘ্রই মাঠপর্যায়ে পৌঁছে যাবে।’
বিডি-প্রতিদিন/তানিয়া