জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয়তাবাদী ছাত্রদলের তত্ত্বাবধানে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ড্যাব) সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টির ১০ হাজার শিক্ষার্থীকে ‘হেপাটাইটিস বি’ ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে জাবির ছাত্রশিক্ষক কেন্দ্রের (টিএসসি) মাঠে এ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
এর আগে, গত ৮ মে থেকে ভ্যাকসিনেশনের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত। নিবন্ধিত শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা ও স্ক্রিনিং কার্যক্রম ১০ মে থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে। এছাড়া, ভ্যাকসিনের প্রথম ডোজ চলতি মাসের ১৪ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে। পরবর্তী দুই ডোজ প্রথম ডোজের এক মাস পরপর দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই