মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন বিভিন্ন কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) এবং অন্যান্য পরিবর্তনের জন্য অনলাইনে আবেদনের সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার (১৬ মে)। এরপর থেকে এই কার্যক্রমে আর কোনও আবেদন গ্রহণ করা হবে না।
এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট), বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ছবি সংশোধন এবং ভর্তি বাতিলের আবেদন করতে পারবে। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে এসব কার্যক্রমের জন্য আর কোনো সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক জানান, পূর্বে এই অনলাইন কার্যক্রমের সময়সীমা ২৪ এপ্রিল পর্যন্ত নির্ধারিত ছিল। তবে শিক্ষার্থীদের আবেদনের চাপ এবং সুবিধার্থে সময়সীমা বাড়িয়ে ১৫ মে পর্যন্ত করা হয়েছে।
এর আগে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিসি এবং বিটিসি কার্যক্রম গত ৩০ এপ্রিল শেষ হয়েছে। মূলত, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন হলেও অনেক শিক্ষার্থী ভর্তির পর বিষয়, গ্রুপ কিংবা কলেজ পরিবর্তনের প্রয়োজন অনুভব করে।
যার প্রেক্ষিতে এসব পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের কলেজ বা বোর্ডে সরাসরি গিয়ে আবেদন করতে হতো। তবে এই সেবাগুলো অনলাইনেই গ্রহণযোগ্য করা হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই আবেদন করতে পারছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ