নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়ে ফের আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে ১৫ দিনে তদন্ত সম্পন্ন করে ৩০ দিনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানান তারা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ দাবি জানানো হয়।
আইন বিভাগের শিক্ষার্থী ফাহির আমিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নারী নিপীড়নের ঘটনা কষ্টকর। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে মা-বোনেরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে। তাই ধর্ষণের ঘটনায় ১৫ দিনে তদন্ত ও ৩০ দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। যাতে কেউ আর এমন অপরাধ করার সাহস না পায়।
শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার বলেন, প্রতিটি বিভাগীয় শহরে ডিএনএ স্যাম্পলিং মেশিন স্থাপন করতে হবে। বিচারকাজে কোনো ফাঁকিবাজি বা রাজনৈতিক ছাড় চলবে না। অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আছিয়া, তনু, খাদিজাসহ সব ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
আগামীকাল চোখে কাপড় বেঁধে ফেসবুকে ছবি শেয়ার করব এবং ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’ হ্যাশট্যাগ ব্যবহারের ঘোষণা দেন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব।
এর আগে, ৯ মার্চ বেলা সোয়া ১১টা থেকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে শিশু আছিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই