চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগে বসুন্ধরা শুভসংঘের অর্থায়ন ও আয়োজনে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১১টায় কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রশিক্ষণ কেন্দ্রে মোট ২০ জন অসচ্ছল নারী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে যাতে তারা নিজেরা আয়-রোজগারের পথ তৈরি করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা শুভসংঘের সভাপতি মো. শামসুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের জীবননগর উপজেলা প্রতিনিধি মো. জহিরুল ইসলাম, সাংবাদিক শেফায়েত উল্লাহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী ফিরোজ আহম্মেদ এবং প্রশিক্ষক নাসিমা খাতুন।
অনুষ্ঠানে শুভসংঘের উপদেষ্টা মো. জহিরুল ইসলাম বলেন, দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বসুন্ধরা শুভসংঘ’ দেশের প্রতিটি উপজেলায় সমাজ ও মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষাবৃত্তি, অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে আর্থিক ও কারিগরি প্রশিক্ষণ, শীতার্তদের মাঝে উষ্ণবস্ত্র বিতরণসহ বহুবিধ কর্মকান্ড চালিয়ে আসছে।
তিনি আরও বলেন, বসুন্ধরা শুভসংঘ, বসুন্ধরা গ্রুপের একটি সামাজিক দায়বদ্ধতা বিষয়ক কার্যক্রমের আওতায় সুবিধাবঞ্চিত এবং মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে আসছেন, যাতে তারা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে। বসুন্ধরা শুভসংঘের এই শিক্ষাবৃত্তি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করছে। দেশের বিভিন্ন উপজেলায় উপজেলায় পিছিয়ে পড়া অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে উজেলায় উপজেলায় নারীদের সেলাই প্রশিক্ষণ দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় জীবননগর উপজেলাতেও শুভসংঘ আমাদের এলাকার ২০ জনকে এই প্রশিক্ষনেড় আয়োজন করলো।
তিনি বলেন, আপনারা শুধু বিনামূল্যে প্রশিক্ষণই নিচ্ছেন না, প্রশিক্ষণ শেষে সবাই পাবেন একটি করে সেলাই মেশিন। সেলাই বিষয়ক কারিগরি দক্ষতা অর্জন এবং প্রশিক্ষণ শেষে এই মেশিন দিয়ে আপনারা হয়ে উঠবেন উদ্যোক্তা।
অনুষ্ঠানে সাংবাদিক শেয়ায়েত উল্লাহ বলেন, আমি প্রবাস জীবন পার করে এসেছি। সেখানে দেখেছি কোনও মানুষ বসে থাকে না। আপনারাও বসে থাকবেন না। এ প্রশিক্ষণ শেষে আপনারাও হয়ে যাবেন দক্ষ। আর এই দক্ষতা দিয়ে আপনার পরিবারের আয়সহ দেশের জনশক্তি হিসেবে গড়ে উঠবেন। বসুন্ধরা শুভসংঘের এ আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।
শুভসংঘের জীবননগর উপজেলা শাখার সভাপতি মো. শামসুল আলম বলেন, আমাদের শুভসংঘের মূলনীতি 'শুভ কাজে, সবার পাশে'। সেই অঙ্গীকারে দেশব্যাপী শুভসংঘ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের উপজেলায় শুভসংঘ আপনাদের পাশে থাকবে সর্বদা। আমি আপনাদের বিষয়ে খোঁজ খবর নিয়েছি। এখানে অনেক শিক্ষার্থী রয়েছে তারা এই প্রশিক্ষণ শেষ কাজের মাধ্যমেই নিজেদের খরচ চালিয়ে নিয়ে যেতে পারবেন। আপনাদের কেউ কেউ রয়েছেন গৃহিনী, কেউ স্বামী পরিত্যক্তা, কেউ বিধবা। আপনারা আজ আর একা নন, আপনাদের পাশে দাঁড়িয়েছে আমাদের শুভসংঘ।
তিনি বলেন, আমাদের এ ক্ষুদ্র প্রয়াসে আপনি চেষ্টা করলে হয়ে উঠবেন স্বাবলম্বী। আর কারও মুখাপেক্ষি হতে হবে না। শুভসংঘের এ সহায়তায় আপনার সংসারেও আসতে পারে সচ্ছলতা। আপনারা মনোযোগী হয়ে কাজটি শিখে নিন। নিজেদের জীবনমান উন্নয়নে নিজেরা স্বাবলম্বী হোন এ প্রত্যাশা। আর শুভসংঘ তখনই সার্থকতা পাবে যখন কেও স্বাবলম্বি হয়েছে এ খবর পেলে। আপনাদের সবার মঙ্গল কামনা করি। বসুন্ধরা শুভসংঘের এ মহতি উদ্যোগ সফল হোক।
প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন নাসিমা খাতুন। তিনি বলেন, এ মহতি উদ্যোগে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো প্রশিক্ষণার্থীদেরকে হাতে কলমে শেখানো। এ দায়িত্ব পেয়ে আমারও ভালো লাগছে। বসুন্ধরা শুভসংঘকে সাধুবাদ জানাই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ