চুয়াডাঙ্গায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুর তিনটায় চুয়াডাঙ্গা পৌর শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে ও বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এ প্রশিক্ষণ শুরু করা হয়। এতে অংশ নেন সমাজের অসহায় ২০ জন নারী ও ছাত্রী।
বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জিসান আহমেদ।
বক্তারা বলেন, সব ধরনের শুভ কাজের সঙ্গে বসুন্ধরা শুভসংঘ থাকে। এজন্য সমাজের অসহায় শিক্ষার্থী ও নারীদের বিনামূল্যে হাতে-কলমে সেলাই প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে। তিনমাস প্রশিক্ষণ শেষে সবাইকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে এমন মহতী উদ্যোগ চলমান রয়েছে। বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। যা দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে। নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ।
এ সময় আরও বক্তব্য দেন সেলাই প্রশিক্ষণের প্রশিক্ষক লিজা হুসাইন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘের দপ্তর সম্পাদক শেখ লিটন।
বিডি প্রতিদিন/জামশেদ