গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। শনিবার (৯ আগস্ট) সকালে রেলগেট এলাকায় মানববন্ধন করে বরেন্দ্র প্রেসক্লাব।
বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিকরা। দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করে রাজশাহী প্রেসক্লাব। সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/জামশেদ