ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড নিজেকে লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্যায়ে দেখেন না। চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ২৫ বছর বয়সী গোলমেশিন হলান্ড বলেন, 'না, মোটেও না। (তাদের থেকে) আমি অনেক দূরে। কেউ তাদের দুজনের কাছাকাছি যেতে পারবে না।'
২০২২ সালে ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়ার পর প্রথম দুই মৌসুমে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয়ী হলান্ড এবারও দুর্দান্ত ফর্মে। চলতি মৌসুমে ক্লাব ও নরওয়ে জাতীয় দলের হয়ে ১৬ ম্যাচে ২৬ গোল করেছেন তিনি। প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা ১০৭ ম্যাচে ৯৮।
এদিকে, মেসি ও রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা যথাক্রমে ৮৯২ এবং ৯৫২। যদিও অনেকেই হলান্ডকে এই দুই মহাতারকার সঙ্গে তুলনা করছেন, স্ট্রাইকার নিজে ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবেন না। তিনি বলেন, 'আমি কেবল দলকে সাহায্য করতে চাই, ব্যক্তিগত রেকর্ড নয়।'
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাও উল্লেখ করেছেন, 'সংখ্যার বিচারে হলান্ডের পারফরম্যান্স অসাধারণ, তবে মেসি ও রোনালদোর স্তর আলাদা।'
বিডি প্রতিদিন/মুসা