নভেম্বরে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগাল ও ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল।
তিন বছর পর দলে ফিরেছেন ৩২ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনিয়ো। তবে এবারও ডাক পাননি নেইমার। দলের কোচ কার্লো আনচেলত্তির চোখে এখনো ফিট নন নেইমার।
অথচ শনিবার ব্রাজিলিয়ান লিগে ফোর্তালেজার বিপক্ষে ম্যাচ খেললেন তিনি। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের দরজা যেন কিছুতেই খুলতে পারছেন না তিনি।
দল ঘোষণার সময় ব্রাজিল জাতীয় দলের ইতালিয়ান কোচ আনচেলত্তি বললেন, আমি নেইমারের সঙ্গে আবার কথা বলেছি। দেখা যাক, চোট থেকে কবে ফিরতে পারে। পুরো বিশ্বকাপ খেলতে হলে খেলোয়াড়ের উচ্চমাত্রার শারীরিক প্রস্তুতি থাকা জরুরি। কেউ যদি পুরোপুরি ফিট না থাকে, আমি তাকে দলে নেব না।
ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। দীর্ঘ ২৩ বছরের শিরোপা বন্ধ্যত্ব ঘোচাতে চলতি বছরের মার্চে রিয়ালের সাবেক কোচ আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে তারা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এই বিশ্বাসে নিয়োগ দিয়েছে, ব্রাজিলকে তিনি বিশ্বকাপ জিতিয়ে দেবেন।
তবে সিবিএফের চাওয়াটাকে তিনিও এখন বুকে ধারণ করেন। তাই বিশ্বকাপের সেরা দল বাছাইয়ে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন আনচেলত্তি। তাই বিশ্বকাপ বাছাইয়ে বেশ কিছু নতুন ও পুরনো মুখ এনে দল সাজিয়েছেন তিনি। তবে ঘোষিত দলে জায়গা হয়নি নেইমারের।
আনচেলত্তি বলেন, আমাদের দলে এমন খেলোয়াড় দরকার, যারা শারীরিকভাবে সর্বোচ্চ ফিট। অথচ নেইমারের জায়গা না হলেও, দুটি প্রীতি ম্যাচের ব্রাজিল দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন লুচানো জোবা।
তিন বছর পর ফিরেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনিও। এছাড়া ব্রাজিলের ঘরোয়া ফুটবলে খেলা সাতজন খেলোয়াড়কেও দলে রাখা হয়েছে।
এ বিষয়ে আনচেলত্তির যুক্তি, আমি এই ম্যাচগুলোয় নতুন কিছু খেলোয়াড়কে পর্যবেক্ষণ করতে চাই। ফাবিনিও, লুচানো জোবা, ভিতো রোকে। ওরা সবাই দারুণ মৌসুম কাটাচ্ছে। এবার আমাদের দলে ব্রাসিলেইরাও থেকে সাতজন খেলোয়াড় আছে, যা লিগটির মানের প্রমাণ।
এই দুই ম্যাচে আমরা জাতীয় দলের জন্য আরও স্থিতিশীল একটি ভিত্তি গড়ে তুলতে চাই।
এদিকে ঘোষিত দলে নতুন মুখ এনে পরীক্ষা করে দেখলেও মার্চের মধ্যেই বিশ্বকাপের দল চূড়ান্ত করার কথা জানিয়েছেন রিয়ালের সাবেক এই কোচ।
তিনি বলেন, খেলোয়াড়দের সঙ্গে আমি যত বেশি সময় কাটাব, চূড়ান্ত দল তৈরির তত কাছাকাছি পৌঁছাব। জুনের দল গঠনের কাছাকাছি আছি আমরা। এরই মমধ্যে ১৭ বা ১৮ জন খেলোয়াড় চূড়ান্ত হয়েছে। চোটের ওপরও এটা নির্ভর করবে। তবে দল প্রায় চূড়ান্তই। মার্চের দল হবে চূড়ান্ত দলের খুব কাছাকাছি।
এ লক্ষ্যে ২৬ খেলোয়াড়কে নিয়েই বিশ্বকাপ দলের প্রস্তুতি শুরু করবেন তিনি। এর বাইরে কাউতে ডাকা হবে না। এই তালিকায় জায়গা পেতে হলে ফিটনেসের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে নেইমারকে।
বিডি প্রতিদিন/কামাল