যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার কারিমা গোর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ২৭ বছর বয়সী ক্রিকেটার প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের হয়ে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক সফরে যাচ্ছেন।
নিউইয়র্কের ব্রঙ্কসে জন্ম হলেও গোরের বাবা-মা দুজনই অ্যান্টিগার। ছোটবেলায় তিনি অ্যান্টিগার বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন। তার বাবা ইয়ান গোরও ছিলেন ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজ দল আগামী ২৭ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মূলত টেস্ট দলের ভারত সফরের কারণে নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিতে এই সিরিজে সুযোগ পেয়েছেন সিপিএলে ভালো পারফরম্যান্স করা আকিম অগুস্তে, র্যামন সিমন্ডস, জিশান মোতারা ও আমির জাঙ্গু।
ওয়েস্ট ইন্ডিজ দলের স্কোয়াড: অকিল হোসেন (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, জুয়েল অ্যান্ড্রু, আকিম অগুস্তে, নাভিন বিদাইসি, জেদিয়াহ ব্লেডস, কেসি কার্টি, কারিমা গোর, জেসন হোল্ডার, আমির জাঙ্গু, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, জিশান মোতারা, রামোন সাইমন্ডস এবং শামার স্পিঙ্গার।
শারজাহতে ২৭, ২৯ ও ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই সিরিজের ম্যাচগুলো।
বিডি প্রতিদিন/মুসা