অতিবৃষ্টির কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী গ্রামে প্রায় ২০টি পরিবার এক সপ্তাহ ধরে পানিবন্দি অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মাটি কেটে ড্রেনেজ ব্যবস্থা করে পানি নিষ্কাশন করেন।
বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির সামাজিক যোগাযোগমাধ্যমে পানিবন্দি হওয়ার খবর জেনে স্থানীয় নেতাদের ব্যবস্থা নিতে বলেন। এরপর নেতাকর্মীরা কোদাল, ঢাকি নিয়ে মাঠে নেমে পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন করেন।
স্থানীয়রা জানান, হারাদিঘী-লালগছ সড়কের একটি কালভার্ট দিয়েই আগে পানি প্রবাহিত হতো। তবে এলাকায় জমি ক্রয় করে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করায় পানি চলাচলের পথ বন্ধ হয়ে যায়। ছোট রিং কালভার্ট থাকলেও তা দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে ভারী বর্ষণে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করে।
ইউপি সদস্য মো. তারিফ হোসেন (প্রধান) বলেন, গত দুই বছর ধরে কয়েকটি পরিবার বর্ষায় পানিবন্দি হয়ে পড়ছে। সাবেক ইউএনও ড্রেনেজ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি।
উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু জানান, খবর পাওয়ার পর আমরা সেখানে যাই। নওশাদ জমির বিষয়টি জেনে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/আশিক