মানিকগঞ্জে নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-৪। এ সময় কারখানার মালিক মোনায়েম আহমেদকে ১৫ দিনের কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, গ্রীন ফুড অ্যান্ড বেভারেজ নামের প্রতিষ্ঠানটি বসতবাড়ির ভেতরে টিনের ঘেরা স্থানে গোপনে বিভিন্ন নামিদামি কোম্পানির নাম ব্যবহার করে নকল সাবান উৎপাদন করছিল। অভিযানকালে বিপুল পরিমাণ মোড়কজাত নকল সাবান ও কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান জানান, “এটি একটি নকল কারখানা। তারা বিভিন্ন নামিদামি কোম্পানির ব্র্যান্ড ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করছিল। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেওয়া হয়েছে।”
এ বিষয়ে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, “এখানে কারখানা রয়েছে আমরা জানতাম না। তারা গোপনে নকল সাবান উৎপাদন করছিল।”
বিডি প্রতিদিন/এএম