টি-টোয়েন্টি ক্রিকেটে বিস্ফোরক ব্যাটিংয়ে বিশ্বজুড়ে পরিচিত নাম সুরিয়াকুমার যাদব। ভারতের এই ডানহাতি ব্যাটার প্রায় সব দলের বিপক্ষেই রান করতে সিদ্ধহস্ত, কিন্তু পাকিস্তানের বিপক্ষে যেন বারবারই ব্যর্থ হচ্ছেন তিনি।
এশিয়া কাপ ঘিরে ভারতের স্কোয়াড বিশ্লেষণ করতে গিয়ে সেই ব্যর্থতার বিষয়টি সামনে এনেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক বাজিদ খান। পিটিভি স্পোর্টস-এর এক আলোচনায় বাজিদ বলেন, “সুরিয়াকুমার প্রায় সবার বিপক্ষেই রান করে, কিন্তু পাকিস্তানের বিপক্ষে সে এখনও কার্যকর হয়ে উঠতে পারেনি। সেটা হোক আমাদের পেস আক্রমণের কারণে বা অন্য কোনো কারণে, এই সমস্যা এখনো রয়ে গেছে।”

সুরিয়াকুমার পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ৫টি টি-টোয়েন্টি খেলেছেন। এই ম্যাচগুলোতে তার রান মাত্র ৬৪, গড় ১২.৮০ এবং স্ট্রাইক রেট ১১৮.৫১। সর্বোচ্চ স্কোর মাত্র ১৮ রান। যেখানে অন্য দলের বিপক্ষে তার গড় ও স্ট্রাইক রেট অনেক বেশি।
রোহিত শর্মার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর ভারতের নেতৃত্ব উঠেছে সুরিয়াকুমারের কাঁধে। এবার এশিয়া কাপে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি।
২০২৫ সালের এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই হাইভোল্টেজ লড়াই।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৮৩ ম্যাচে সুরিয়াকুমারের রান ২,৫৯৮, গড় ৩৮.২০ ও স্ট্রাইক রেট ১৬৭.০৭। নামের পাশে রয়েছে ৪টি সেঞ্চুরি। তার চেয়ে বেশি শতক আছে কেবল রোহিত শর্মা (৫টি) ও **গ্লেন ম্যাক্সওয়েল (৫টি)-এর।
বিডি প্রতিদিন/মুসা