লিগে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। রিয়াল ওভেইদোকে তাদের মাঠেই অনায়াসে হারিয়েছে জাভি আলোনসোর দল। প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতেছে রিয়াল। জোড়া গোলে রিয়ালে জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। অন্য গোলদাতা ভিনিসিয়াস জুনিয়র।
বল দখলে আধিপত্য ছিল মাদ্রিদের। চাপও তৈরি করছিল নিয়মিত। কিন্তু একেবারে গোল মুখে গিয়ে আটকে যাচ্ছিল আক্রমন। অবশেষে ৩৭ মিনিটে অপেক্ষার অবসান। দারুণ এক ট্যাকলে বল কেড়ে নেন চুয়ামেনি। এরপর পান আরদা গুলের। তাঁর কাছ থেকে এমবাপ্পে। চমৎকার টার্ন নিয়ে ফরাসি স্ট্রাইকার নিচু শটে জালের কোণে জড়িয়ে দিলেন বল। দুই আসর মিলিয়ে লা লিগায় টানা ১৮ ম্যাচে গোল করল রিয়াল।টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন এমবাপে। ওসাসুনার বিপক্ষে রেয়ালের জয় এসেছিল তার গোলেই।
বিরতির পর খেলার গতিতে পরিবর্তন আনতে দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন আলোন্সো। রদ্রিগো ও মাস্তানতুয়োনোর জায়গায় আসেন ভিনিসিউস ও দিয়াস। ৬৬তম মিনিটে প্রতি আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি ফেদে ভালভের্দে। পেনাল্টি স্পটের কাছ থেকে তার শট কোনোমতে হাত ছুঁয়ে পোস্টের পাশ দিয়ে পাঠান এস্কান্দেল।
৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রেয়াল। মাঝমাঠে চমৎকার চ্যালেঞ্জে বল কেড়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। ওভেইদোর কয়েকজনকে এগিয়ে আসতে দেখে নিজে শট না নিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খুঁজে নেন এমবাপেকে। দূরের পোস্ট দিয়ে আরেকটি চমৎকার ফিনিশিংয়ে বল জালে পাঠান ফরাসি অধিনায়ক।
যোগ হওয়া সময়ে ম্যাচের সেরা মুহূর্তটা উপহার দিলেন ভিনিসিয়াস। বল নিয়ে একা দৌড়ে ডিফেন্স চিরে ঢুকে দুর্দান্ত শটে কাঁপিয়ে দিলেন ওভিয়েদোর জাল, ৩–০। পরপর দুই হার দিয়ে মৌসুম শুরু করা ওভিয়েদো পরের ম্যাচে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। অন্যদিকে রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ আগামী ৩০ আগস্ট, সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ মায়োর্কা। প্রথম ম্যাচে ওসাসুনাকে ১–০ গোলে হারায় রিয়াল।
বিডি প্রতিদিন/নাজিম