পাঁচ বছরের অপ্রাপ্তি ও ব্যর্থতার অধ্যায় শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রেইনিয়ার জেসুস। ইউরোপের হতাশাজনক ক্যারিয়ার পেছনে ফেলে তিনি যোগ দিচ্ছেন নিজ দেশের ক্লাব অ্যাতলেতিকো মিনেইরোতে। সাড়ে চার বছরের চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন তিনি।
২০২০ সালে ব্রাজিলের ফ্লামেঙ্গো থেকে ৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন রেইনিয়ার। তবে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হওয়ায় সিনিয়র দলে এক মিনিটও মাঠে নামার সুযোগ পাননি। বরং ধার হিসেবে খেলেছেন জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড, স্পেনের জিরোনা ও গ্রানাডা এবং ইতালির ফ্রোসিনোনের হয়ে।
রিয়াল মাদ্রিদ রেইনিয়ারের ভবিষ্যত বিক্রি থেকে ৫০ শতাংশ লাভের অংশীদার হবে। উল্লেখযোগ্যভাবে, রেইনিয়ার ২০২০ টোকিও অলিম্পিকে ব্রাজিলের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন এবং ২০২১ সালে ডর্টমুন্ডের সঙ্গে ডিএফবি-পোকাল শিরোপাও জয় করেন।
এই সপ্তাহেই তাকে আনুষ্ঠানিকভাবে মিনেইরোর খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হতে পারে। সম্ভাবনা আছে, বুধবার তার পুরনো ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে অথবা রবিবার ভাস্কো দা গামার বিপক্ষে হতে পারে তার অভিষেক ম্যাচ।
সোর্স: মার্কা
বিডি প্রতিদিন/আশিক