সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৫৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১,০০৫ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও ৫৮৮ জন।
সোমবার (৪ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অভিযানে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় তৈরি হাসুয়া। পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযান চলমান থাকবে।
এদিন আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান অব্যাহত থাকবে। আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে, যা উদ্ধার করতেই এই অভিযান চলছে।"
তিনি আরও বলেন, "গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকে এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, যদিও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এই সরকার চেষ্টা করছে, আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরও ভালো করবে।"
মবের ক্ষেত্রে সরকার কোনো ছাড় দেবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিডি প্রতিদিন/আশিক