গাজা সিটিতে নতুন করে তীব্র হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক কৌশলের অংশ হিসেবে বিমান হামলার পাশাপাশি শহরজুড়ে তীব্র স্থল অভিযানে নেমেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আলজাজিরা জানিয়েছে, গাজা সিটির মূল আবাসিক এলাকাগুলোর দিকে দ্রুত অগ্রসর হচ্ছে আইডিএফ। শহর দখলের উদ্দেশ্যে ব্যাপক গোলাবর্ষণ ও সামরিক তৎপরতা চলছে। ইউরোপীয় ইউনিয়ন আশঙ্কা প্রকাশ করেছে, এই অভিযানে নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নতুন এই স্থল অভিযানে তাদের অন্তত দুটি সামরিক ডিভিশন অংশ নিয়েছে, যাতে প্রায় ২০ হাজার সেনা রয়েছে। গাজা সিটির আগের জনসংখ্যা ছিল প্রায় ১০ লাখ। ইসরায়েল শহর ছেড়ে পালানোর নির্দেশ দিলেও এখনো সেখানে প্রায় ৬ লাখ মানুষ আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি কড়া ভাষায় হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
অন্যদিকে, পশ্চিম তীরেও ইসরায়েলি অভিযান চলছে। নাবলুস অঞ্চলের কাফর কিল্লাল শহরে শব্দ বোমা নিক্ষেপ করেছে আইডিএফ, জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অভিযান চলছে অন্যান্য এলাকাতেও।
বিশ্লেষকদের মতে, গাজা দখলের এই নতুন পর্যায় মানবিক সংকটকে আরও গভীর করবে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও, এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই।
বিডি-প্রতিদিন/শআ