আজ বাংলাদেশ সময় রাত ৮.৩০-এ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। এর আগে ভারতের কাছে ৭ উইকেটে হারের পর পাকিস্তানের সুপার ফোরে যাওয়ার সমীকরণ জটিল হয়ে পড়েছে। গ্রুপ এ-তে এখন পর্যন্ত ২ ম্যাচে ১ জয় এবং ১ হার নিয়ে পাকিস্তানের পয়েন্ট ২ এবং তাদের সামনে বাঁচা-মরার শেষ লড়াই সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে।
গ্রুপ এ–এর পয়েন্ট টেবিল
গ্রুপ এ-তে এখন পর্যন্ত ভারতের দাপট একেবারে স্পষ্ট। তারা ২টি ম্যাচ খেলে দুইটিতেই জয়লাভ করেছে এবং ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে, তাদের নেট রান রেট +৪.৭৯৩। পাকিস্তান ২টি ম্যাচ খেলে ১টি জিতেছে ও ১টি হেরেছে, ফলে তাদের পয়েন্ট ২ এবং নেট রান রেট +১.৬৪৯। ইউএই-ও ২ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে থাকলেও তাদের নেট রান রেট -২.০৩০। অন্যদিকে, ওমান এখনো কোনো ম্যাচ জিততে পারেনি, ২ ম্যাচে হার নিয়ে তারা তালিকার তলানিতে রয়েছে এবং তাদের নেট রান রেট -৩.৩৫৭।
পাকিস্তানের জন্য সমীকরণ এখন খুবই সরল। তাদের জিততেই হবে ইউএই-এর বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে। যদি পাকিস্তান জেতে, তাহলে তারা ভারতের সাথে সুপার ফোরে যাবে।
তবে হেরে গেলে, ২ পয়েন্টে থেকেই গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হবে। এমনকি তাদের ভালো নেট রান রেটও তখন কাজে আসবে না, কারণ ইউএই ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে।
এদিকে, দুবাইতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই ম্যাচ বাতিল হওয়ার ঝুঁকিও নেই। ফলে ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করবে কে যাচ্ছে সুপার ফোরে।
পাকিস্তানের ভাগ্য এখন পুরোপুরি তাদের নিজেদের হাতে। ইউএই-কে হারাতে পারলেই নিশ্চিত হবে সুপার ফোরের টিকিট, আর হারলে বিদায়।
বিডি প্রতিদিন/মুসা