চিলির তারকা ফুটবলার আর্তুরো ভিদালের বিরুদ্ধে সম্প্রতি উঠেছিল যৌন হয়রানির অভিযোগ। সে অভিযোগ থেকে এবার মুক্তি পেলেন তিনি। এ ঘোষণা দিয়েছে দেশটির প্রসিকিউশন বিভাগ। শুক্রবার তারা জানিয়েছে, সান্তিয়াগোর এক নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনার তদন্তে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
৩৭ বছর বয়সী ভিদাল ও তার প্রথম বিভাগের ক্লাব কোলো কোলোর আরও কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে গত ৪ নভেম্বর এক জন্মদিনের অনুষ্ঠানে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন ঐ নারী।
"আমরা সেই দিনের ঘটনা পুনর্গঠন করতে পেরেছি এবং শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণের মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি," সংবাদমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় বলেন প্রসিকিউটর ফেলিপে সেমব্রানো।
তবে ভিদালের দলের আরও কিছু নাম না-জানা সদস্য এখনো তদন্তাধীন রয়েছেন।
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস এবং ইন্টার মিলানে খেলা অভিজ্ঞ মিডফিল্ডার ভিদাল গত বছর ফেরেন কোলো কোলোতে, যেখানে ১৭ বছর বয়সে তার পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল। তিনি ছিলেন চিলির ‘গোল্ডেন জেনারেশন’-এর অংশ, যারা ২০১৫ সালের কোপা আমেরিকায় দেশকে শিরোপা এনে দেয়। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজিম