গত ৩ এপ্রিল হঠাৎ করেই আইপিএল ছেড়ে দেশে ফিরে যান কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কেন হঠাৎ বাড়ি ফিরে গেলেন, তার নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের পক্ষ থেকে। তবে তার দেশে ফেরার মূল কারণ অবশেষে জানা গেল।
আসলে ডোপ টেস্টে ধরা পড়ায় প্রাথমিকভাবে নিষিদ্ধ হয়েছেন রাবাদা। যার ফলে তার মাঠে নামার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটাও জানা যাচ্ছে যে, রাবাদা শক্তিবর্ধক নিষিদ্ধ ড্রাগ নেননি, বরং বিনোদনমূলক একটি ড্রাগ সেবন করেছিলেন, যেটিও আসলে ক্রীড়াবিদদের গ্রহণ করা নিষেধ।
রাবাদা বিজ্ঞপ্তি জারি করে ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে নেন এবং তার মাঠের বাইরে থাকার কারণ খোলসা করেন। প্রোটিয়া তারকা এও অঙ্গীকার করেন যে, কখনই ক্রিকেট খেলাটাকে হালকাভাবে নেবেন না। বর্তমান পরিস্থিতিতে রাবাদার আইপিএলে ফিরে আসার সম্ভাবনা কম।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/বাজিত