আইপিএলে স্বপ্নের মতো শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচেই রেকর্ড সংগ্রহ থেকে ২ রান কম করেছে তারা। আর পাহাড়সম সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভালো ব্যাটিং করেও কাছাকাছি পৌঁছাতে পারেনি রাজস্থান রয়্যালস।
রবিবার আসরের দ্বিতীয় ম্যাচে দুই দলের ইনিংসে রান উঠেছে ৫২৮। এমন রানবন্যার ম্যাচে রাজস্থানকে ৪৪ রানে হারিয়েছে হায়দরাবাদ। শুরুতে ব্যাট করে ইশান কিষাণের সেঞ্চুরিতে ২৮৬ রান করে হায়দরাবাদ। জবাব দিতে নেমে ২৪২ রানে থামে রাজস্থানের ইনিংস।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। প্রথম ৩ ওভারে দুজনের ব্যাট থেকে আসে ৪৫ রান। চতুর্থ ওভারের প্রথম বলে মহেশ থিকশানার শিকার হয়ে ১১ বলে ২৪ রান করে ফেরেন অভিষেক।
অভিষেকের বিদায়ের পর ইশান কিষানকে নিয়ে ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান হেড। পাওয়ার প্লে থেকে ৯৪ রান তোলে হায়দরাবাদ।
দলীয় ১৩০ রানে ৩১ বলে ৬৭ রান করে আউট হন হেড। তৃতীয় উইকেটে নিতিশ কুমার রেড্ডী ও ইশান কিষাণ গড়েন ৭২ রানের জুটি। ২০০ পেরোনোর পর থিকশানার শিকার হয়ে ফেরেন রেড্ডী।
শেষদিকে ১৪ বলে ৩৪ রান যোগ করেন হেনরিখ ক্লাসেন। আর অনিকেত ভার্মার ব্যাটে আসে ৭ রান।
এক প্রান্তে নিয়মিত উইকেট পতন ঘটলেও অন্য প্রান্তে বিধ্বংসী ব্যাটিং করে শেষ পর্যন্ত দলকে টেনে নিয়েছেন ইশান। মারকুটে ব্যাটিংয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরিও। ৪৭ বলে ৬ ছক্কা ও ১১ চারে ১০৬ রানে অপরাজিত থাকেন ইশান। আর তাতে ২৮৬ রানে থামে হায়দরাবাদ।
পাহাড় সমান রান তাড়ায় দ্বিতীয় ওভারেই ছিটকে যায় রাজস্থান। সিমারজিত সিংয়ের ওই ওভারে ওপেনার জসস্বী জয়সওয়াল ও অধিনায়ক রায়ান পরাগের উইকেট হারায় তারা। দলীয় ৫০ রানে সাজঘরে ফেরেন নিতীশ রানাও।
এক প্রান্ত আগলে রেখে ঝড়ো ব্যাটিং করেছেন সানজু স্যামসন। চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দেন ধ্রুব জুরেল। দুজনে মিলে গড়েন ১১১ রানের বড় জুটি। বিধ্বংসী ব্যাটিং করে দুজনেই তুলে নেন ফিফটি। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
৪ ছক্কা ও ৭ চারে ৩৭ বলে ৬৬ রান করে দলীয় ১৬১ রানে হার্শাল প্যাটেলের বলে আউট হন স্যামসন। পরের ওভারে ৩৫ বলে ৭০ রান করা হার্শালও আউট হন।
শেষদিকে ৮০ রানের দুর্দান্ত এক জুটি গড়েন শুভম দুবে ও শিমরন হেটমায়ার। তবে সেই জুটি কেবল জয়ের ব্যবধানই কমিয়েছে। ৪ ছক্কা ও ১ চারে ১১ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন দুবে। ২৩ বলে ৪২ রান করে ইনিংসের ১ বল বাকি থাকতে আউট হন হেটমায়ার।
হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হার্শাল প্যাটেল ও সিমারজিত সিং।
বিডি প্রতিদিন/কেএ