আইপিএলের ১৮তম আসরে আরও একবার মহেন্দ্র সিং ধোনির খেলা দেখার আশায় রয়েছেন সমর্থকরা। বয়স ৪৩ হলেও থামার কোনো ইচ্ছা নেই তার। বয়স বাড়লেও স্টাম্পের পেছনে আগের মতোই তৎপর এবং ব্যাট হাতে গত মৌসুমে ইনিংসের শেষের দিকে ঝড় তুলেছিলেন।
ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা মনে করেন, ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং আগ্রহই ধোনিকে খেলা চালিয়ে যেতে উদ্বুদ্ধ করছে।
চেন্নাই সুপার কিংসের নেট সেশন চলাকালীন এক ঘটনায় ধোনি আবারও তার ঝলক দেখিয়েছেন। ৪৪ বছর বয়সে পা দিতে যাওয়া ধোনি নেটে বল করেছেন মাথিশা পাথিরানা। তার ইয়োর্কারের জবাবে ধোনি হেলিকপ্টার শটে দারুণ প্রতিক্রিয়া দেখান, যা প্রমাণ করে যে বয়সের সঙ্গে সঙ্গে তার খেলার দক্ষতা কমেনি।

উথাপ্পা বলেন, 'ধোনি তার হার্ড হিটিং ক্ষমতা চেন্নাইয়ের ইনিংসের শেষ দিকে কাজে লাগাবে, গত মৌসুমের মতোই হয়তো ৭ বা ৮ নম্বরে ব্যাট করতে দেখা যাবে তাকে।'
এখনো খেলার প্রতি তার ভালোবাসা কমেনি, এমন মন্তব্য করেন উথাপ্পা। তিনি বলেন, 'ধোনির খেলার প্রতি ভালোবাসা একটুও কমেনি। তার এই ভালোবাসাই তাকে খেলতে অনুপ্রাণিত করে। আমি অবাক হবো না যদি সে চার বছর আরও খেলতে থাকে।'
বিডি প্রতিদিন/মুসা