দারুণ এক মৌসুমের পর বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। ক্লাবটি নিশ্চিত করেছে, ২০২৭ সালের জুন পর্যন্ত ফ্লিক থাকছেন তাদের ডাগআউটে। মানে আরও দুই বছরের জন্য কাতালান ক্লাবটির দায়িত্বে থাকছেন তিনি।
২০২৩ সালে জার্মান জাতীয় দলের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর বার্সায় পা রাখেন ফ্লিক। গত বছর জাভি হার্নান্দেজের বিদায়ের পর বার্সার প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি। আর প্রথম মৌসুমেই বার্সেলোনাকে এনে দেন লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা।
বিশেষ করে স্প্যানিশ ক্লাসিকোয় ফ্লিকের অধীনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বার্সা। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চারটি ম্যাচেই জয় পেয়েছে তারা। কোপা দেল রে ফাইনালেও চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা ঘরে তোলে দলটি।
বার্সেলোনার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'হ্যান্সি ফ্লিক তার প্রথম মৌসুমেই বার্সেলোনা সমর্থকদের আশার আলো দেখিয়েছেন। দলকে বিশ্বাসের জায়গায় নিয়ে গেছেন, অসাধারণ কিছু প্রত্যাবর্তনের সাক্ষী করেছেন এবং শিরোপা এনে দিয়েছেন। তার অধীনে বার্সা আবার ইউরোপের বড় হুমকিতে পরিণত হয়েছে।'
৫৪ ম্যাচে ৪৩ জয় তুলে নিয়েছেন ফ্লিক, জয়ের হার ৭৩ শতাংশ, যা লুইস এনরিকের পর অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি।
আগামী রবিবার, ২৫ মে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মৌসুম শেষ করবে বার্সেলোনা। সেই ম্যাচের পরই চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা থাকলেও, তার আগেই ক্লাবটি নিশ্চিত করেছে এই খবরটি।
বিডি প্রতিদিন/মুসা