ঠাকুরগাঁও জেলার প্রান্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আইনি সহায়তা সহজলভ্য করার লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত হেকস ইপার ও ইএসডিও এর আয়োজনে জয়নাল আবেদীন মিলনায়তনে এই কর্মশালা হয়। বিকেলে কর্মশালার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান জামাল হোসেন।
পরে কর্মশালায় বক্তব্য দেন, পৌরসভার প্রশাসক ও উপ-পরিচালক (স্থানীয় সরকার) সরদার মোস্তফা শাহিন, জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান জামাল হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন,ইএসডিও-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান,পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার আব্দুল হালিম, জিপি অ্যাডভোকেট সারওয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মকদুম সাব্বির মৃদুল, বাংলাদেশ রাইটস্ এন্ড এনটাইটেলমেন্ট, হেকস/ইপার এর টেকনিক্যাল অফিসার পাপন কুমার সরকার প্রমুখ।
কর্মশালায় ঠাকুরগাঁও জেলার প্রান্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ, প্রকল্প অংশগ্রহণকারীগণ, অ্যাডভোকেসি প্লাটফর্মের সদস্যগণ আইনি সহায়তা সহজলভ্য করার জন্য সেবা প্রদানকারী কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন।
সেই সাথে বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার, সরকারি আইনগত সহায়তা সেবার পরিধি এবং স্থানীয় পর্যায়ে সহযোগিতামূলক কর্মপরিকল্পনা গ্রহণের উপর আলোচনাও করেন।
এছাড়াও কর্মশালায় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মজনু মিয়া, বাংলাদেশ হেকস/ইপার এর পার্টনারশিপ কোঅর্ডিনেটর অসীম রায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিনএএ