দিনাজপুরের চিরিরবন্দরে কাঞ্চন কমিউটর ট্রেনে কাটা পড়ে কামরুজ্জামান ওরফে বিপ্লব নামে এক দলিল লেখকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনাটি বৃহস্পতিবার আনুমানিক সকালে চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে ঘটেছে। নিহত কামরুজ্জামান ওরফে বিপ্লব (৩৫) উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি গ্রামের মাস্টারপাড়ার মৃত আব্দুর নুর শাহর ছেলে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগতে ছিলেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন কমিউটর ট্রেনটি চিরিরবন্দর স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দেন বিপ্লব। এতে তার শরীর দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ খবর পেয়ে পুলিশ ও রেলওয়ের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।
এব্যাপারে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাষ্টার শহীদুল ইসলাম বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন কমিউটর ট্রেনটি চিরিরবন্দর স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে তার শরীর দ্বিখন্ডিত হয়ে যায় এবং তিনি মারা যান। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিনএএ