সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই আবারও পাকিস্তানের মাটিতে পা রাখলেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি যোগ দিয়েছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ নিজের দল লাহোর কালান্দার্সের সঙ্গে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
লাহোর কালান্দার্স তাদের অফিশিয়াল ভিডিওতে রিশাদকে উদ্ধৃত করে জানায়,'আসসালামু আলাইকুম সবাইকে। আমি লাহোর কালান্দার্স পরিবারে ফিরে এসেছি। মাঠে দেখা হবে, ইনশাআল্লাহ আমরা একসঙ্গে শিরোপা জিতব।'
এবারের পিএসএলে লাহোর কালান্দার্স প্লে-অফে চতুর্থ দল হিসেবে জায়গা করে নিয়েছে। আজ (২২ মে), বাংলাদেশ সময় রাত ৯টায় তারা মুখোমুখি হবে করাচি কিংসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে। এই ম্যাচে জিতলে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে, যেখানে প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত ইসলামাবাদ ইউনাইটেড। দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২৩ মে, লাহোরে। আর পিএসএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে।
রিশাদ এখন পর্যন্ত টুর্নামেন্টে ৫টি ম্যাচ খেলেছেন এবং নিয়েছেন ৯টি উইকেট। করাচির বিপক্ষে দুই ম্যাচে তিনি শিকার করেছেন ৪ উইকেট, যার মধ্যে প্রথম ম্যাচে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স।
বাংলাদেশের আরও দুই তারকা খেলোয়াড়, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ রয়েছেন লাহোর কালান্দার্স শিবিরে।
বিডি প্রতিদিন/মুসা