ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখাল চেলসি। সাউদাম্পটনকে ৪-০ গোলে বিধ্বস্ত করলো এনজো মারেসকার শিষ্যরা। এর মাধ্যমে পয়েন্ট তালিকায় সাত নম্বর থেকে এক লাফে চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা দুই হারের পর জয়ে ফিরল দলটি।
গত ১৫ ফেব্রুয়ারি ব্রাইটনের কাছে ৩-০ গোলে হেরে যায় চেলসি। এরপর ২২ ফেব্রুয়ারি অ্যাস্টন ভিলার কাছে ২-১ ব্যবধানে হারে তারা। টানা দুই হারে বেশ বিপর্যস্ত ছিল দলটি। পাশাপাশি সেরা চারে থেকে মৌসুম শেষ করার পথে শঙ্কায় পড়ে যায়। তবে সাউদাম্পটনকে হারিয়ে এবার সেই শঙ্কা দূর করে স্বস্তির দেখা মিলল চেলসির।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রাখে চেলসি। স্ট্যাম্পফোর্ড ব্রিজে ২৪ মিনিটে এনকুকুর কল্যাণে এগিয়ে যায় দলটি। ১২ মিনিটের ব্যবধানে দলটির হয়ে দ্বিতীয় গোল করেন পেদ্রো নেতো। ৪৪ মিনিটে পেদ্রো নেতোর ফ্রি-কিক থেকে লেভি কলউইল হেড করে গোল করেন, ফলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্লুজরা। ৭৮ মিনিটে সাউদাম্পটনের জালে শেষ গোলটি করেন কুকুরেলা।
এর বিপরীতে একটি গোলও করতে পারেনি সাউদাম্পটন। ২৭ ম্যাচ শেষে টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে চেলসি। তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আর্সেনাল।
বিডি প্রতিদিন/জামশেদ