চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের পরাজয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। তবে দলের হার সত্ত্বেও তাওহিদ হৃদয় দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন। চোট নিয়েও তার অনবদ্য ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের।
প্রথম সেঞ্চুরির উচ্ছ্বাস, তবে জয় না পাওয়ার আক্ষেপ
এটাই ওয়ানডেতে হৃদয়ের প্রথম আন্তর্জাতিক শতক। তার মতে, "আলহামদুলিল্লাহ, প্রথম সেঞ্চুরি। আশা করি, এটা ভবিষ্যতে আমাকে আত্মবিশ্বাস দেবে।" তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় জয়ই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, "আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়।"
বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুটা ছিল বিপর্যস্ত। মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দল। এমন পরিস্থিতিতে জাকের আলির সঙ্গে হৃদয় ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৪ রান যোগ করেন। যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড। এই পার্টনারশিপেই মূলত লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ।
চোট নিয়েও ব্যাটিং, পরের ম্যাচে খেলতে মরিয়া হৃদয়
সেঞ্চুরি করার পথে হৃদয় চোটে আক্রান্ত হন। তার পায়ে ক্র্যাম্প হয়, কিন্তু তবুও তিনি ব্যাট চালিয়ে যান। নিজের চোট প্রসঙ্গে তিনি বলেন, "আলহামদুলিল্লাহ, ভালো আছি। তবে আমার ক্র্যাম্পটা সমস্যা করেছে। আমি যদি ফিট থাকতাম, তাহলে আরও ২০-৩০ রান যোগ করতে পারতাম।"
পরবর্তী ম্যাচে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী হৃদয়। তিনি জানান, "হয়তো আমি আরও ভালো খেলতে পারলে দলের জন্য ফলাফল ভিন্ন হতে পারত। তবে যত কষ্টই হোক না কেন, আমি পরের ম্যাচে খেলতে চাই।"
তিনি জানান, "হয়তো আমি আরও ভালো খেলতে পারলে দলের জন্য ফলাফল ভিন্ন হতে পারত। তবে যত কষ্টই হোক না কেন, আমি পরের ম্যাচে খেলতে চাই।"
বাংলাদেশের পরবর্তী ম্যাচ
গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। উভয় ম্যাচই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/আশিক