কিলিয়ান এমবাপের মধ্যে ক্রিস্তিয়ানো রোনালদোর ছায়া দেখা হচ্ছে তো অনেক দিন ধরেই। রিয়াল মাদ্রিদে আসার পর সেই ছায়াকে বাস্তব রূপ দেওয়ার প্রত্যাশাও বেড়েছে ক্রমে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকের পর কার্লো আনচেলত্তিও বলছেন, রোনালদোর উচ্চতা ছোঁয়ার সম্ভাবনা তিনি দেখেন এমবাপের মধ্যে। তবে কাজটা যে ভীষণ কঠিন, সেটিও মনে করিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।
রিয়ালের হয়ে যে মঞ্চে আলো ছড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রোনালদো, সেই চ্যাম্পিয়ন্স লিগে তার মতোই ঝলক দিয়ে এখন আলো কেড়ে নিয়েছেন এমবাপে। প্লে-অফের দ্বিতীয় লিগে ফরাসি স্ট্রাইকারের হ্যাটট্রিকে বুধবার ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তিনটি গোলেই যে গতি, স্কিল আর অসাধারণ ফিনিশিংয়ের নমুনা মেলে ধরেছেন এমবাপে, সেরা সময়ের রোনালদোর ছবিই যেন ফুটে উঠেছে তাতে।
ছেলেবেলা থেকেই রোনালদোকে আদর্শ মেনে নিজেকে গড়েছেন এমবাপে, ঘরময় লাগিয়ে রেখেছেন রোনালদোর ছবি-পোস্টার… এখন তিনি উত্তরসূরীর ভূমিকায়। তুলনাটা তাই চলে আসে স্বয়ংক্রিয়ভাবেই। ম্যানচেস্টার সিটিকে হারানোর পরও অবধারিতভাবেই উঠে এলো এই প্রসঙ্গ। আনচেলত্তি যেমন এমবাপেকে অনুপ্রাণিত করলেন, তেমনি কঠিন বাস্তবতার পথও জানিয়ে রাখলেন।
আনচেলত্তি জানান, “ক্রিস্তিয়ানোর পরিসংখ্যানে পৌঁছানোর মান তার (এমবাপে)। তবে তাকে কাজ করে যেতে হবে। কারণ ক্রিস্তিয়ানো মানদণ্ড অনেক উঁচুতে তুলে রেখেছে। তবে এই ক্লাবে খেলা নিয়ে কিলিয়ান এত রোমাঞ্চিত… সে অবশ্যই ক্রিস্তিয়ানের পর্যায়ে যেতে পারে। কাজটা যদিও সহজ হবে না, পরিশ্রম চালিয়ে যেতে হবে ওকে।”
এমবাপের এমন পারফরম্যান্সে আনচেলত্তির উচ্ছ্বাসটা অনুমিতই। তবে কোচ হিসেবে গোটা দলের কথা তুলে ধরার দায়িত্বও তিনি পালন করলেন। তিনি জানান, “তার এই হ্যাটট্রিকের অপেক্ষায় ছিল সবাই। অবশেষে এটা এলো। তবে সে একাই নয়, আমাদের অনেক ফুটবলারই আছে, যারা পার্থক্য গড়ে দিতে পারে। তবে ব্যক্তিগত মানকে ছাপিয়ে সামগ্রিক পারফরম্যান্স দিয়ে ওরা পার্থক্য গড়ে দেয়, এটাই সবচেয়ে দারুণ ব্যাপার।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ