লা লিগায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ওসাসুনার বিপক্ষে ম্যাচের ঘটনায় তাকে এ শাস্তি দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ।
গত শনিবার ওসাসুনার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে রিয়াল। ম্যাচটির ৩৯তম মিনিটে রেফারিকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা যায় বেলিংহ্যামকে। এরপরই তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি হোসে মুনুয়েরা। ম্যাচ শেষে বেলিংহ্যাম দাবি করেন অপমানজনক কিছু বলা হয়নি। ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে রিয়াল কোচ কার্ল আনচেলত্তি স্বীকার করে নেন বেলিংহ্যামের গালি দেওয়ার বিষয়টি। তবে সেটি রেফারিকে ছিল না বলেও পরিষ্কার করেন তিনি।
তবে ছাড় পেলেন না বেলিংহ্যাম। যদিও স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা সত্যি হলে চার থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন বেলিংহ্যাম। কিন্তু অল্পতে বেঁচে গিয়েছেন এই মিডফিল্ডার।
দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় লা লিগায় জিরোনা ও রিয়াল বেতিসের বিপক্ষে ২১ বছর বয়সী এ মিডফিল্ডারকে পাবে না রিয়াল।
বিডি প্রতিদিন/মুসা