পড়ন্ত বিকালে শ্রাবণের বৃষ্টি যখন ঝরছে, বিসিবি পরিচালকরা তখন জুম মিটিং করছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানরা বৃষ্টিমাথায় মাঠজুড়ে হেঁটে হেঁটে সার ছিটিয়ে যাচ্ছেন। অন্য সময় গামিনি ডি সিলভা একটি ধূসর পোলো শার্ট ও একটি ট্রাউজার পরে মাঠের পরিচর্যা করতেন। অথচ গতকাল তাকে দেখা যায়নি। হয়তো জেনে গেছেন, বিসিবি তাকে আর রাখছে না। মিরপুরের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কান বংশো™ভূত গামিনি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন অস্ট্রেলিয়ার অ্যান্থনি টমি হেমিং। অস্ট্রেলিয়ান কিউরেটর কিছুদিন আগ পাকিস্তানের চিফ কিউরেটর ছিলেন। এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর ছিলেন। তার তত্ত্বাবধানে শারজাহর উইকেটে ঘাস দেখা গেছে। যা স্টেডিয়ামের ইতিহাসে প্রথম। হেমিং এর আগে বাংলাদেশের কিউরেটরও ছিলেন। ২০২৩ সালে তিনি ২ বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন। কিন্তু এক বছর পরই গামিনি সিলভার বিপক্ষে অভিযোগের আঙুল তুলে চাকরি ছেড়ে দেন তিনি। বিসিবির চাকরি ছেড়ে ২০২৪ সালে হেমিং যোগ দেন পিসিবিতে। সেখানেও এক বছরের বেশি কাজ করেননি। গতকাল বিসিবির সভায় তার চুক্তি চূড়ান্ত করার কথা। তিনি বিসিবির সঙ্গে চুক্তি করতে গত পরশু ঢাকায় আসেন। আগামীকাল অস্ট্রেলিয়া উড়ে যাবেন। মিরপুরের উইকেট নিয়ে বিস্তর অভিযোগ সফরকারী দলগুলোর। শুধু সফরকারী দল নয়, উইকেটের আচরণ নিয়ে টাইগার ক্রিকেটারদেরও অভিযোগের শেষ ছিল না। সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ চলাকালীন উইকেট নিয়ে অভিযোগ করেছিলেন সফরকারী কোচ মাইক হেসন। তিনি স্পষ্ট করেই জানিয়েছিলেন, এমন উইকেটে খেলে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের ভালো প্রস্তুতি সম্ভব নয়। এখন গামিনি থাকবেন না। হেমিং কতটা ভালো করবেন উইকেটের আচরণ, সময়ই তা জানাবে। তিনি হয়তো গ্রাউন্ডস কমিটির অধীনে টার্ফ ম্যানেজমেন্ট শাখার প্রধান হিসেবে কাজ করবেন। মেয়াদকালে তিনি স্থানীয় কিউরেটরদের ভালো উইকেট বানানোর বিষয়ে প্রশিক্ষণ দেবেন। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স থেকে নিয়োগ পাওয়া চার ট্রেইনি কিউরেটরকে প্রশিক্ষণ দেবেন।
শিরোনাম
- দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন বাংলাদেশ
- তারেক রহমান গণমানুষের নেতা : প্রিন্স
- জরুরি তথ্য চেয়ে মাউশির চিঠি, সময় ২০ আগস্ট পর্যন্ত
- ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের মেয়েরা
- ‘খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে’
- তালাবদ্ধ থাকায় অফিসে প্রবেশ করতে পারেননি আটাব প্রশাসক
- বরিশালে এসএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ২৬
- বগুড়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত
- সিলেটে যুবদলকর্মী খুন
- কোরিয়ার বিপক্ষে হেরেও মূল পর্বের সম্ভাবনা জিইয়ে আছে বাংলাদেশের
- পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না : নৌ উপদেষ্টা
- যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা: ২৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
- পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা
- দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশের দাবিতে বিভাগে তালা ইবি শিক্ষার্থীদের
- হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু সোমবার
- ঝিনাইদহে শিক্ষক নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি
- কুমিল্লায় আইনজীবী হত্যা: বাহার-সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট
- বগুড়ার কৃষকের মাঝে আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্নীতি প্রশ্রয় দিতেন না : দুদক চেয়ারম্যান
হেমিং ইন গামিনি আউট!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর