লিভারপুলের ডাচ্ তারকা কোডি গাকপো প্রীতি ম্যাচে জোড়া গোল করেছেন। সোমবার এনফিল্ড স্টেডিয়ামে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকের মুখোমুখি হয় লিভারপুল। ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে অলরেড খ্যাত দলটা। লিভারপুলের পক্ষে দুটি গোল করেন কোডি গাকপো। এ ছাড়াও একটি গোল করেন মিসরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। গাকপো অবশ্য একটি আত্মঘাতী গোলও করেন। প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে বার্সেলোনা।
তারা সোমবার কোরিয়ান ক্লাব দেগুকে হারিয়েছে ৫-০ গোলে। ইউরোপে নতুন মৌসুম শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ক্লাবগুলো।