বাবর আজমকে ছাড়াই দীর্ঘদিন ধরে সংক্ষিপ্ত ফরম্যাটে ক্রিকেট খেলছে পাকিস্তান। নিয়মিত পারফর্ম করতে না পারায় তাঁকে দলের বাইরে রেখেছে পিসিবি। তবে এশিয়া কাপের দলে থাকতে পারেন বাবর। পাকিস্তান অবজারভার প্রতিবেদনে পিসিবি সূত্রে জানিয়েছে, ফখর জামান ইনজুরি থেকে ফিরতে না পারলে বাবর আজমই দলে স্থান পাবেন। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে সবকিছু।
সম্প্রতি বাবর আজম পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দেখা করেছেন। তাঁর সঙ্গে ছিলেন রিজওয়ান ও নাসিম শাহও।