গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ২২টি পূজামণ্ডপে উপহারসামগ্রী প্রদান করেছে বিএনপি।
রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাকিব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, এডভোকেট জাফর, সদস্য এস. এম. মাহফুল হাসান হান্নান, পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ কুমার বিশ্বাস, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহিদুল ইসলাম নয়ন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহারসামগ্রী প্রদান করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল