সিরিয়ার ক্লাব আল কারামাহর বিপক্ষে এএফসি চ্যালেঞ্জ লিগে প্লে অফ খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংস। ম্যাচটি স্বাগতিক কারমাহর। তবে সিরিয়ায় গিয়ে খেলা সম্ভব নয় বলে কিংস আগেই জানিয়েছিল। তারা ম্যাচটি কিংস অ্যারিনায় আয়োজন করতে চেয়েছিল। তবে এএফসি সর্বশেষ ম্যাচটির নতুন ভেন্যু নির্ধারণ করেছে দোহায়। ১২ আগস্ট দোহায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বসুন্ধরা কিংস নতুন মৌসুমের জন্য এখনো প্রস্তুতি শুরু করেনি। ক্লাবের সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘ভেন্যু নির্ধারণ হওয়ায় আমরা এখন অনুশীলনে নামব।’
এবার চ্যালেঞ্জ লিগে ঢাকা আবাহনীও খেলছে। কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেড তাদের প্রতিপক্ষ।