গ্লোবাল সুপার লিগে (জিএসএল) টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে রংপুর রাইডার্সের। গায়ানা ওয়ারিয়র্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। গায়ানার কাছে হেরে টুর্নামেন্ট শেষ করল রংপুর। জিএসএলের দ্বিতীয় আসরের ফাইনালে ৩২ রানে রংপুরকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতল স্বাগতিক গায়ানা। নুরুল হাসান সোহানের দলকে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো। প্রোভিডেন্স স্টেডিয়ামে প্রথম ব্যাটিংয়ে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান করে গায়ানা। জবাবে ১৯.৫ ওভারে ১৬৪ রানে অলআউট হয় রংপুর। জিএসএলের দুই আসর মিলিয়ে গায়ানার গতকালের স্কোরটিই দলগত সর্বোচ্চ। আগের ২১ ম্যাচে ১৮০ রানের বেশি করতে পারেনি কোনো দল। ৩৮ বলে ৬৬ রান করে ম্যাচসেরা হয়েছেন গায়ানার রহমতউল্লাহ গুরবাজ।
ফাইনালে টস জিতে প্রথম ব্যাটিং করে স্বাগতিক গায়ানা। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায়। এভিন লুইসকে সাজঘরে ফেরান খালেদ আহমেদ। টুর্নামেন্টে খালেদের এটা ১১ নম্বর উইকেট। লুইসের বিদায়ের পর দ্বিতীয় উইকেট জুটিতে জনসন চার্লস ও রহমতউল্লাহ ১২১ রান যোগ করেন ১১.৩ ওভার বা ৬৯ বলে। ওপেনার জনসন চার্লস ৬৭ রানের ইনিংস খেলেন ৪৮ বলে ১১ চার ও এক ছক্কায়। ম্যাচসেরা রহমতউল্লাহ ৬৬ রান করেন ৩৮ বলে ৬ চার ও ৪ ছক্কায়। শেষ দিকে শারফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড পঞ্চম উইকেট জুটিতে ২২ বলে যোগ করেন ৪৮ রান। রাদারফোর্ড ১৯ রান করেন ১৫ বলে একটি করে ছক্কা ও চারে। শেফার্ড ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ৯ বলে এক চার ও ৩ ছক্কায়। একটি করে উইকেট নেন খালেদ, তাবরিজ শামসি ও ইফতেখার আহমেদ। টার্গেট ১৯৭ রান। টানা দ্বিতীয় শিরোপা জিততে ওভারপ্রতি প্রায় ১০ রান কওে নিতে হবে সোহান বাহিনীকে। টানা তিন জয়ে ফাইনালে ওঠা রংপুরের কোনো ব্যাটারই শিরোপা জিততে ব্যক্তিগত ৫০ রানের ইনিংস খেলতে পারেননি। অবশ্য চতুর্থ উইকেট জুটিতে সাইফ হাসান ও ইফতেখার আহমেদ ৪৪ বলে ৭৩ রানের জুটি গড়ায় শিরোপার স্বপ্ন দেখছিল রংপুর। ইফতেখারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে সাইফ রানআউট হলে শিরোপার স্বপ্নভঙ্গ হয় সোহান বাহিনীর। সাইফ ৪১ রান করেন ২৬ বলে ৩টি করে চার ও ছক্কায়। ইফতেখার ৪৬ রান করেন এক চার ও ৪ ছক্কায়। শেষ দিকে মাইদুল ইসলাম অংকন চেষ্টা করেন ১৭ বলে ১ চার ও ৩ ছক্কায়। ওপেনার সৌম্য সরকার ১৩, অধিনায়ক নুরুল হাসান সোহান ৫ রান করেন। ডুয়াইন প্রিটোরিয়াস ৩টি এবং ২টি করে উইকেট নেন ইমরান তাহির গুদাকেশ মোটি।