পেশাদার ফুটবল লিগে প্রথমবারের মতো দেখা যেতে পারে এক সময় আলোচিত পিডব্লিউডিকে। এবিজি বসুন্ধরা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে প্রথম পর্বে শীর্ষে থেকেই আজ তারা দ্বিতীয় লেগ শুরু করবে। বসুন্ধরা কিংস অ্যারিনা প্র্যাকটিস মাঠে তাদের প্রতিপক্ষ এলিট ফুটবল একাডেমি। ৯ ম্যাচে তারা এক হার ও এক ড্রয়ে আরামবাগ ক্রীড়া সংঘের সমান ২২ পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে। সিটি ক্লাব সমান ম্যাচে ১৬ ও ঢাকা রেঞ্জার্স ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে। পিডব্লিউডি কখনো পেশাদার লিগে না খেললেও আরামবাগ শুরু থেকেই খেলছে। রেলিগেটেড হওয়ায় তারা চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যায়। পরে শাস্তি হিসেবে আরামবাগকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়।
আবারও তারা পেশাদার লিগে ফেরার অপেক্ষায় রয়েছে। আগামীকাল তারা দ্বিতীয় লেগ শুরু করবে রেঞ্জার্সের বিপক্ষে।