শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ২৬ শিক্ষার্থী বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। গতকাল বিকাল থেকে শুরু হওয়া শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে রাতে রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকাল থেকে নতুনবাজার এলাকায় দিনভর রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টায় আন্দোলনরতরা তাদের কর্মসূচি শেষ করেন। আজ তারা পুরো ঢাকায় ব্লকেড কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছিলেন। ২৬ সহপাঠীকে বহিষ্কারের প্রতিবাদে রাজধানীর ভাটারায় সকাল থেকেই সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। গতকাল সকাল ৮টা থেকে নতুন বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে প্রায় সাড়ে সাত ঘণ্টা কুড়িল থেকে বাড্ডা ও গুলশান অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। যদিও বিপরীতমুখী পথে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টায় শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ভাটারা থানা পুলিশ। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা। তাদের কেউ কেউ পুলিশের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলারও অভিযোগ আনেন। পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, কর্মসূচির শুরুতে কয়েক দফায় আন্দোলনকারীদের সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যরা আলোচনা করেন এবং জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি না করে রাস্তা ছেড়ে দিতে অনুরোধ জানান। বারবার অনুরোধ সত্ত্বেও রাস্তা না ছাড়ায় দায়িত্বরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাকালে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা পুনরায় রাস্তা দখল করে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল- বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্ত বহিষ্কার প্রত্যাহার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। বহিষ্কারের সঙ্গে জড়িত সব ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এ ছাড়া ইউআইইউতে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম-অসুবিধা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংস্কারের দাবিগুলো বাস্তবায়ন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি স্বাধীন সংস্কার কমিশন গঠন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ কর বাতিল করতে হবে। ইউআইইউর শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে গতকালের আন্দোলনে অংশ নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশ। আন্দোলনকালে শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য ও সিএসই বিভাগের প্রধানের পদত্যাগের দাবিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানোয় আন্দোলনকারী শিক্ষার্থীদের অবৈধভাবে বহিষ্কার করেছিল ইউআইইউ কর্তৃপক্ষ। বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে কয়েক দফা ইউজিসিতে স্মারকলিপিও দিয়েছিলেন। শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেওয়া এবং আওয়ামী সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তার আন্দোলনে সরব ছিলেন ছাত্রছাত্রীরা। গত ২৬ ও ২৭ এপ্রিল ইউআইইউ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেছিলেন। ২৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে ২০ মে থেকে অনলাইন ক্লাস চালু হলেও শিক্ষার্থীদের একটি বড় অংশ তা প্রত্যাখ্যান করে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তর সূত্র গত রাতে বাংলাদেশ প্রতিদিনকে জানায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলমান রয়েছে। স্থায়ী বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সব শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে কয়েক শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছিল তা অব্যাহত থাকবে। ভবিষ্যতে তারা বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
শিরোনাম
- এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে : ইসি
- পাওয়া না পাওয়ার এক বছর
- শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো দলের দখলের বিরুদ্ধে বিএনপি : নজরুল ইসলাম
- ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, এগিয়ে যারা
- সোনারগাঁয়ে পানিতে পড়ে নিখোঁজ ৩ বছরের শিশু রিজভী
- ট্রাম্পের ৫০% শুল্ক : ভারতের শেয়ারবাজারে বিশাল ধস, নামবে জিডিপিও!
- মাঝ আকাশে যাত্রী অসুস্থ, ইস্তাম্বুলে বিমানের লন্ডনগামী ফ্লাইটের জরুরি অবতরণ
- সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
- রোজার আগেই নির্বাচনি ট্রেন নির্ধারিত স্টেশনে পৌঁছাবে : প্রিন্স
- ঝিনাইদহে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
- ‘ফিলিস্তিনের পেলে’ সুলেমান ওবেইদকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
- চুয়াডাঙ্গা সীমান্তে ২১টি স্বর্ণবারসহ যুবক আটক
- বেলকুচিতে বিএনপির বিজয় র্যালিতে জনতার ঢল
- পদ্মার ভাঙনে নিঃস্ব শরীয়তপুরের শত শত পরিবার
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক
- ভারতের পর চীনের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করতে চান ট্রাম্প
- ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
- কিশোরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না : সালাহউদ্দিন
- গৌরনদীতে গাঁজাসহ আটক মাদক বিক্রেতার এক বছরের কারাদণ্ড
আন্দোলনে উত্তাল রাজধানী
অবরোধ লাঠিচার্জ তুলকালাম
ইউনাইটেড ইউনিভার্সিটিতে বহিষ্কারকাণ্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ রাতে বহিষ্কার প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর