বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলতে মুস্তাফিজুর রহমান নাম লিখেছিলেন মোহামেডানের পক্ষে। একটি ম্যাচও খেলেননি। ১২ দলের লিগ পর্ব শেষ। তিন দিন বিরতির পর আগামীকাল শুরু হচ্ছে ছয় দলের সুপার লিগ। মিরপুর স্টেডিয়ামে সুপার সিক্সের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে মোহামেডান ও লেজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপি-৩ নম্বর মাঠে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও অগ্রণী ব্যাংক এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে মুখোমুখি হবে গাজী ক্রিকেটার্স ও গুলশান ক্রিকেট ক্লাব। ১৮ এপ্রিল শুরু হবে রেলিগেশন লিগ। মিরপুর স্টেডিয়ামে রেলিগেশন লিগে মুখোমুখি হবে পারটেক্স ও শাইনপুকুর। প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লড়াইয়ে রয়েছে তিন দল- আবাহনী, মোহামেডান ও গাজী ক্রিকেটার্স। আবাহনী ও মোহামেডানের পয়েন্ট ১১ ম্যাচে ৯ জয় ও ২ হারে ১৮। রানরেটে এগিয়ে আবাহনী। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর রানরেট ১.৪৬৮। মোহামেডানের রানরেটে ০.৭৭১। গাজী ক্রিকেটার্সের ০.৯৬২ রানরেটে পয়েন্ট ১৬। ০.১৭১ রানরেটে চারে থাকা গুলশান ক্রিকেট ক্লাবের পয়েন্ট ১৫। পাঁচে অগ্রণী ব্যাংকের পয়েন্ট ১৪ ও লেজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ১৩।
জিম্বাবুয়ের বিপক্ষে ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে প্রথম টেস্ট। জাতীয় দলের ক্যাম্পে এখন ১৫ ক্রিকেটার।